শিবগঞ্জে বাবলাবন ব্রীজ এলাকা থেকে ফেন্সিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বাবলাবন ব্রীজ এলাকা থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ   ৯ বর্ডার গার্ড ব্যাটালিনের  অতিরিক্ত পরিচালক মেজর মিন্নাত আলী  জানান,  গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌনে একটার দিকে কিরণগঞ্জ বিওপির একটি টহল দল নায়েব সুবেদার আব্দুর রহমান এর নেতৃত্বে শিবগঞ্জ থানার বাবলাবন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৪৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৭৬ হাজার ৮০০ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল চাঁপাইনবাবগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে বলে জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৩-০৯-১৫

,