রহনপুরে হত দরিদ্রদের মাঝে ব্র্যাকের আয় বর্ধক সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্র্যাক বিডিপি রহনপুর শাখা কর্তৃক টিইউপি ডিইসিসি প্রোগ্রামের আওয়াতাধীন উপজেলার গোমস্তাপুর ও পার্বতীপুর ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে আয় বর্ধক সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার সকালে রহনপুর হুজরাপুর ব্র্যাক অফিসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্র্যাক প্রতিনিধি শাহ্নুর সুলতান, এলাকা ব্যবস্থাপক (দাবী) আতাউর রহমান, ব্র্যাক ওয়াশ সিনিয়র উপজেলা ম্যানেজার মাহাবুবুর রহমান, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) নওশাদ আলী, ব্র্যাক শিক্ষা কর্মসূচী ম্যানেজার ছাইফুল ইসলাম, অত্র প্রকল্পের পিও জাহিদুল ইসলাম প্রমূখ।
দুটি ইউনিয়নের মোট ৩০ জন হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ, সেলাই এর কাজে ব্যবহারের জন্য গজ কাপড় ও মুরগী বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ১৩-০৯-১৫

,