শিবগঞ্জের পাগলা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় উন্নয়ন চমৎকার বাজার এলাকা উন্নয়ন সমিতির উদ্যোগে পাগলা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে স্থানীয় সমাজসেবক জেম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম রাব্বানী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. আতাউর রহমান, পৌর আ.লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন, সম্পাদক কারিবুল হক রাজিন প্রমুখ।
জেলার বিভিন্ন স্থান থেকে ১৫টি নৌকা ও ১৫ জন সাঁতারু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী দলকে ২১ ইঞ্চি কালার টিভি ও দ্বিতীয় রানার আপকে ১৪ ইঞ্চি কালার টিভি তুলে দেন সংসদ সদস্য গোলাম রাব্বানী। এসময় প্রধান অতিথি গোলাম রাব্বানী ওই উন্নয়ন সমিতিকে নগদ পঞ্চাশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৩-০৯-১৫
রোববার দুপুরে স্থানীয় সমাজসেবক জেম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম রাব্বানী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. আতাউর রহমান, পৌর আ.লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন, সম্পাদক কারিবুল হক রাজিন প্রমুখ।
জেলার বিভিন্ন স্থান থেকে ১৫টি নৌকা ও ১৫ জন সাঁতারু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী দলকে ২১ ইঞ্চি কালার টিভি ও দ্বিতীয় রানার আপকে ১৪ ইঞ্চি কালার টিভি তুলে দেন সংসদ সদস্য গোলাম রাব্বানী। এসময় প্রধান অতিথি গোলাম রাব্বানী ওই উন্নয়ন সমিতিকে নগদ পঞ্চাশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৩-০৯-১৫