শিবগঞ্জে ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে র্যাব
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোপালনগর এলাকা থেকে রোববার কিকেলে ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে র্যাব। আটককৃরা হচ্ছে শ্যামপুর ইউনিয়নের গোপালনগরের শফিকুল ইসলামের ছেলে আনারুল ইসলাম ওরফে সবুজ (২৩) সাবেক লাভাঙ্গা এলাকার খাইরুল ইসলামের ছেলে সুজন আলী (২২) ও জমিনপুরের ফয়েজ উদ্দিনের ছেলে তোজাম্মেল হক (৩০)।
র্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দলটি গোপন সংবাদে জানতে পারে যে, সবুজের বসতবাড়ীতে ফেনসিডিল ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা দ্রুত সবুজের বাড়ীতে অভিযান চালিয়ে ৭১ বোতল ফেনসিডিল এবং ৪ টি মোবাইল ফোনসহ ৩ জনকে আটক করে। র্যাব আরও জানায়, আটককৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন উপায়ে ও কৌশলে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। ঘটনাটির ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৩-০৯০-১৫
র্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দলটি গোপন সংবাদে জানতে পারে যে, সবুজের বসতবাড়ীতে ফেনসিডিল ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা দ্রুত সবুজের বাড়ীতে অভিযান চালিয়ে ৭১ বোতল ফেনসিডিল এবং ৪ টি মোবাইল ফোনসহ ৩ জনকে আটক করে। র্যাব আরও জানায়, আটককৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন উপায়ে ও কৌশলে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। ঘটনাটির ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৩-০৯০-১৫