শিবগঞ্জের দুর্লোভপুরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লোভপুরে পূর্ব শত্র“তার জের ধরে মঙ্গলবার রাতে প্রতিপক্ষের হামলায় রোজবুল হক (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে রোজবুলের ভাই ইউসুফ আলী(৩০)। নিহত রোজবুল শিবগঞ্জ উপজেলার দ্বোভাগী গ্রামের মোফাজ্জল হোসেন দাসুর ছেলে। এ ঘটনায় এলাকাবাসী বুধবার সকালে একই এলাকার ৬ জনকে ধরে পুলিশে হাতে সোপর্দ করেছে।
পুলিশ ও নিহত রোজবুল হকের পারিবারিক সূত্র জানায়, একটি রাস্তার জমিজমার বিরোধ নিয়ে সৃষ্ট মামলাকে কেন্দ্র করে রোজবুল হকের চাচার সঙ্গে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। রাস্তার ওই বিরোধকে কেন্দ্র করে রোজবুলদের সঙ্গে তার চাচাতো ভাই মানারুল হকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। গত ইদুল ফিতরের ৪ দিন পরের ওই সংঘর্ষে উভয় পক্ষের ৫/৭ জন আহতও হয়।
সূত্র জানায়, পূর্বশত্র“তার জের ধরে মঙ্গলবার রাত আটটার দিকে শিবগঞ্জ পৌর এলাকার তক্তীপুর গরুর হাট থেকে রজবুল ও ইউসুফ গরু বিক্রি করে বাড়ি ফেরার সময় দুর্লভপুর ইউনিয়নের বগলাউুিড় ঘাট এলাকায় দ্বোভাগী মধ্যপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে প্রতিপক্ষের লোকজন হামলা করে। এতে মারাত্মকভাবে আহত হয় রোজবুল ও ইউসুফ। পরে এলাকাবাসীর সহায়তায় তার পরিবার আহত ২ ভাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ১২টার দিকে মারা যায় রোজবুল।
রোজবুলের চাচাতো ভাই ফড়িং অভিযোগ করেন, রোজবুল ও ইউসুফের সাথে থাকা গরুবিক্রী করা দেড় লাখ টাকা, দুটি সাইকেল ও দুটি মোবাইল সেটও তারা ঐ সময় ছিনতাই করেছে।
এলাকাবাসী জানায়, রোজবুরের মৃত্যু খবর পেয়ে রোজবুলের লোকজন প্রতিপক্ষ গ্রুপের সদস্যদের বাড়ি ঘেরাও করে ৬ জনকে আটক করে একটি কক্ষে আটক পুলিশের হাতে সোপর্র্দ করে। আটককৃতরা হলো দ্বোভাগী গ্রামের মৃত মাজেদ আলির ছেলে বকুল(৪০) কৈফুলের ছেলে তরিকুল, সফিকুলের ছেলে নয়ন, কশর আলির ছেলে কৈফুল, মানারুলের ছেলে ও চরকানছিড়া গ্রামের দু’ শিশু লতিফা ও আঁখি হত্যা মামলার প্রধান আসামী আরিফ।
পুলিশ জানায়, হত্যাকান্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৯-০৯-১৫
পুলিশ ও নিহত রোজবুল হকের পারিবারিক সূত্র জানায়, একটি রাস্তার জমিজমার বিরোধ নিয়ে সৃষ্ট মামলাকে কেন্দ্র করে রোজবুল হকের চাচার সঙ্গে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। রাস্তার ওই বিরোধকে কেন্দ্র করে রোজবুলদের সঙ্গে তার চাচাতো ভাই মানারুল হকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। গত ইদুল ফিতরের ৪ দিন পরের ওই সংঘর্ষে উভয় পক্ষের ৫/৭ জন আহতও হয়।
সূত্র জানায়, পূর্বশত্র“তার জের ধরে মঙ্গলবার রাত আটটার দিকে শিবগঞ্জ পৌর এলাকার তক্তীপুর গরুর হাট থেকে রজবুল ও ইউসুফ গরু বিক্রি করে বাড়ি ফেরার সময় দুর্লভপুর ইউনিয়নের বগলাউুিড় ঘাট এলাকায় দ্বোভাগী মধ্যপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে প্রতিপক্ষের লোকজন হামলা করে। এতে মারাত্মকভাবে আহত হয় রোজবুল ও ইউসুফ। পরে এলাকাবাসীর সহায়তায় তার পরিবার আহত ২ ভাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ১২টার দিকে মারা যায় রোজবুল।
রোজবুলের চাচাতো ভাই ফড়িং অভিযোগ করেন, রোজবুল ও ইউসুফের সাথে থাকা গরুবিক্রী করা দেড় লাখ টাকা, দুটি সাইকেল ও দুটি মোবাইল সেটও তারা ঐ সময় ছিনতাই করেছে।
এলাকাবাসী জানায়, রোজবুরের মৃত্যু খবর পেয়ে রোজবুলের লোকজন প্রতিপক্ষ গ্রুপের সদস্যদের বাড়ি ঘেরাও করে ৬ জনকে আটক করে একটি কক্ষে আটক পুলিশের হাতে সোপর্র্দ করে। আটককৃতরা হলো দ্বোভাগী গ্রামের মৃত মাজেদ আলির ছেলে বকুল(৪০) কৈফুলের ছেলে তরিকুল, সফিকুলের ছেলে নয়ন, কশর আলির ছেলে কৈফুল, মানারুলের ছেলে ও চরকানছিড়া গ্রামের দু’ শিশু লতিফা ও আঁখি হত্যা মামলার প্রধান আসামী আরিফ।
পুলিশ জানায়, হত্যাকান্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৯-০৯-১৫