স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে সাদিয়া ক্রিকেট দল ফাইনালে
শিবগঞ্জ উপজেলাধীন দাইপুকুরিয়া ইউনিয়নে বিনোদনড়র আড়গাড়া হাট মাঠে তরুণ প্রজন্ম প্রভাতি ক্লাবের আয়োজনে জহা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫ এর মঙ্গলবারের ১ম সেমিফাইনাল খেলায় সাদিয়া ক্রিকেট দল ৫ উইকেটে সাইদ ক্রিকেট দল কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। প্রথমে ব্যাট করতে নেমে সাইদ ক্রিকেট দল নির্ধারিত ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাসেল ১৫, আমিন ১২ রান করে। সাদিয়া ক্রিকেট দলের বোলার সেলিম ৩ ওভার ৩ রান ৩টি, রাসেল ৩ ওভার ২১ রানে ২টি উইকেট লাভ করে। ১০৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাদিয়া ক্রিকেট দল ১০.৪ ওভারে ৫ উইকেটে হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে হারুন ৫০, আনোয়ার ৩৪ রান করে। সাইদ ক্রিকেট দলের বোলার সবুর ৩ ওভার ১১ রানে ২টি, বাবু ৩ ওভার ২৮ রানে ২টি উইকেট লাভ করে। এ খেলার ম্যান অব দ্যা ম্যাচ হারুন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৯-০৯-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৯-০৯-১৫