গোমস্তাপুরে ফেন্সিডিলসহ ৩ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে  ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। বুধবার ভোর রাতে রহনপুর বড়বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো,বাঙ্গাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুর গ্রামের মৃত খালেকের স্ত্রী কুলসুম (৪০), একই গ্রামের জহুর আলীর মেয়ে সাইমনা (৪৫) ও নাসিরাবাদ গ্রামের আজাদ আলীর ছেলে আকাশ (২০)। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধমে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
৪৩,বিজিবি রহনপুর সদর সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার সুবেদার রণজিত কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে রহনপুর সদর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল রহনপুর বড়বাজার এলাকায় একটি ব্যাটারী চালিত ভ্যান গাড়িতে অভিযান চালায়। এ সময় ৩৭ বোতল ফেন্সিডিল,একটি ভ্যান গাড়ী, ২টি মোবাইল সেটসহ ৩ জনকে আটক করে। ফেন্সিডিলগুলো সকালে মহানন্দা ট্রেন যোগে রাজশাহী নিয়ে যাওয়ার উদ্যেশ্যে যাচ্ছিল বলে বিজিবি’র কাছে তারা স্বীকার করে। পরে ওই ৩ জনকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবাদদাতা, গোমস্তাপুর/ ০৯-০৯-১৫

,