জেলায় পাইওনিয়ার ক্রিকেট লীগ - এ বরিশালের জয়

চাঁপাই জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এব জেলা ক্রিকেট কোচ মশিউর রহমান মিটুর সার্বিক ব্যবস্থাপনায় নবাবগঞ্জ সরকারী কলেজ শহীদ মিনার সংলগ্ন মাঠে জেলা পাইওনিয়ার ক্রিকেট লীগ (এনডিপিসিএল) ২০১৫ এর শনিবারের খেলায় জয় পেয়েছে বরিশাল বিভাগ। তারা ৫ উইকেটে বৃহত্তর ময়মনসিংহ কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে বৃহত্তর ময়মনসিংহ ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাব্বুল ১৫, মুন্সী ১৪ রান করে। বরিশাল বিভাগের বোলার মুকশেদ ৩ ওভার ৩ রানে ৪টি, নাইম ৩ ওভার ১৪ রান ২টি, উইকেট লাভ করে। ৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বরিশাল বিভাগ ১৩ ওভারে ৪ উইকেটে হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে মুকশেদ ২২, নাইম ১৬ রান করে। বৃহত্তর ময়মনসিংহের বোলার নাসিম ৩ ওভার ১২ রানে ২টি, সিফাত ৩ ওভার ৯ রানে ১টি উইকেট লাভ করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৫-০৯-১৫