শেষ হল ৭দিন ব্যাপী উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষন কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনব্যাপী উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষন কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে  শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী কমিটির সদস্য শাহআলমের সভাপতিত্বে আলোচনা সভা,সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল।
৭ দিনব্যাপী উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষন কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলার বিভিন্ন সংগীত প্রতিষ্ঠানের প্রায় ৪৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রণ করে। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন, মহানন্দা সংগীত নিকেতনের পরিচালক এ.কাসেম অনু ও উত্তরায়ন সাংস্কুতিক পরিষদের পরিচালক আলাউদ্দিন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজম্ব প্রতিবেদক/ ০৫-০৯-১৫