মহানন্দা সেতুতে যাত্রীবাহী বাস থেকে ফেন্সিডিলসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্রীজ এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী নৈশকোচ থেকে ফেন্সিডিলসহ ১ জনকে  আটক করেছে বিজিবি। আটককৃত হচ্ছে শিবগঞ্জ উপজেলার ভবানীপুর ওমরপুর এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে সুবেদার আলী (৩০)
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ব্যাটালিয়নের একটি টহল দল নায়েক দিলীপ কুমার বিশ্বাসের নেতৃত্বে জেলা শহরের মহানন্দা ব্রীজ (ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু) এলাকায় ঢাকা গামী ন্যাশনাল ট্রাভেলস এর একটি নৈশকোচ (ঢাকা-মেট্রো-ব-১৪-৪০১২) তল্লাশী করে ৪৬ বোতল ফেন্সিডিলসহ সুবেদারকে আটক করে। ফেন্সিডিলসহ আসামীকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৯-১৫