তিন মাসের জন্য তালা খুলল রেডক্রিসেন্ট কার্যালয়ের
অবশেষে চাঁপাইনবাবগঞ্জ জেলা রেডক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে তালা খুলে দিয়েছে জেলা পরিষদ। টানা ৬ দিন পর জেলা পরিষদ কর্তৃপক্ষ তাদের লাগিয়ে দেয়া তালা রোববার বিকেলে খুলে দিলে সোমবার থেকে স্বাভাবিক হয় চাঁপাইনবাবগঞ্জ রেডক্রিসেন্টের কার্যক্রম। শহরের হুজরাপুরস্থ জেলা পরিষদ ভবনের নিচতলায় অবস্থিত রেডক্রিসেন্ট সোসাইটির অফিসে গেল ২৪ আগস্ট তালা মেরে দিয়েছিল জেলা পরিষদ কর্তৃপক্ষ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেডক্রিসেন্ট সোসাইটি সূত্র জানিয়েছে, বিগত চারদলীয় জোট সরকারের সময় চাঁপাইনবাবগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটিকে শহরের হুজরাপুরস্থ জেলা পরিষদ ভবনের নিচে তলায় দুটি কক্ষ বরাদ্দ দেয়া হয়। তখন থেকে সেখানেই জেলা রেডক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম পরিচালিত হচ্ছে। হঠাৎ করে ২০১২ সালে জেলা রেডক্রিসেন্ট সোসাইটির নামে বরাদ্দকৃত কক্ষ দুটি ছেড়ে দিতে নোটিশ পাঠায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ। পরে রেডক্রিসেন্ট সোসাইটির তৎকালীন কেন্দ্রীয় চেয়ারম্যানের হস্তক্ষেপে বিষয়টির সুরাহা হয়। এ বিষয়ে দু বছর নীরব থাকার পর চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাব আলী ৭ জুলাই বরাদ্দকৃত কক্ষ দুটি ৩০ দিনের মধ্যে ছেড়ে দিতে নোটিশ পাঠান জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদককে। কিন্তু নোটিশ প্রদানের পরেও কক্ষ দুটি ছাড়ার উদ্যেগ নেয়া না হওয়ায় ২৪ আগস্ট বিকেলে রেডক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় জেলা পরিষদ কর্তৃপক্ষ।
এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিষয়টি নিয়ে কেন্দ্রীয় রেডক্রিসেন্ট সংকট নিরসনের উদ্যোগ গ্রহণ করে। প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাব আলী রোববার লাগিয়ে দেয়া তালা খুলে দেন।
জেলা পরিষদ সূত্র জানিয়েছে, রেডক্রিসেন্ট সোসাইটি একটি আর্ন্তজাতিক সেবাদানকারী প্রতিষ্ঠান হওয়ায় মানবিক কারণে তালা খুলে দেয়ার সিন্ধান্ত নিয়ে জেলা পরিষদ। তবে, তা দেয়া হয়েছে মাত্র তিন মাসের জন্য।
ওই সূত্র জানিয়েছে, আগামী তিন মাস অফিস ব্যবহারের অনুমতি প্রদানের বিষয়টি জানিয়ে রেডক্রিসেন্ট সোসাইটি’র জেলা সম্পাদককে পত্র দেয়া হয়েছে। ওই পত্রের অনুলিপি জেলা প্রশসাককেও দেয়ায় হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৯-১৫
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেডক্রিসেন্ট সোসাইটি সূত্র জানিয়েছে, বিগত চারদলীয় জোট সরকারের সময় চাঁপাইনবাবগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটিকে শহরের হুজরাপুরস্থ জেলা পরিষদ ভবনের নিচে তলায় দুটি কক্ষ বরাদ্দ দেয়া হয়। তখন থেকে সেখানেই জেলা রেডক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম পরিচালিত হচ্ছে। হঠাৎ করে ২০১২ সালে জেলা রেডক্রিসেন্ট সোসাইটির নামে বরাদ্দকৃত কক্ষ দুটি ছেড়ে দিতে নোটিশ পাঠায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ। পরে রেডক্রিসেন্ট সোসাইটির তৎকালীন কেন্দ্রীয় চেয়ারম্যানের হস্তক্ষেপে বিষয়টির সুরাহা হয়। এ বিষয়ে দু বছর নীরব থাকার পর চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাব আলী ৭ জুলাই বরাদ্দকৃত কক্ষ দুটি ৩০ দিনের মধ্যে ছেড়ে দিতে নোটিশ পাঠান জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদককে। কিন্তু নোটিশ প্রদানের পরেও কক্ষ দুটি ছাড়ার উদ্যেগ নেয়া না হওয়ায় ২৪ আগস্ট বিকেলে রেডক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় জেলা পরিষদ কর্তৃপক্ষ।
এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিষয়টি নিয়ে কেন্দ্রীয় রেডক্রিসেন্ট সংকট নিরসনের উদ্যোগ গ্রহণ করে। প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাব আলী রোববার লাগিয়ে দেয়া তালা খুলে দেন।
জেলা পরিষদ সূত্র জানিয়েছে, রেডক্রিসেন্ট সোসাইটি একটি আর্ন্তজাতিক সেবাদানকারী প্রতিষ্ঠান হওয়ায় মানবিক কারণে তালা খুলে দেয়ার সিন্ধান্ত নিয়ে জেলা পরিষদ। তবে, তা দেয়া হয়েছে মাত্র তিন মাসের জন্য।
ওই সূত্র জানিয়েছে, আগামী তিন মাস অফিস ব্যবহারের অনুমতি প্রদানের বিষয়টি জানিয়ে রেডক্রিসেন্ট সোসাইটি’র জেলা সম্পাদককে পত্র দেয়া হয়েছে। ওই পত্রের অনুলিপি জেলা প্রশসাককেও দেয়ায় হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৯-১৫