সিফাত হত্যা মামলার বিচরের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলার সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা । মঙ্গলবার বেলা ১১ টার দিকে বিভাগের সামনে এ কর্মসূচী পালন করা হয়।

বিভাগের মস্টার্সের শিক্ষার্থী আলী রমজানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, ওয়াহিদা সিফাতের শ্বশুর আইনজীবী হওয়ায় তারা আইনের ফাঁকÑফোকর দিয়ে বেরিয়ে যাওয়ার অপচেষ্টা করছেন। তারা এ হত্যামামলাকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছেন। যতদিন পর্যন্ত এ হত্যাকা-ের সুষ্ঠু বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।

বক্তারা আরো বলেন, শুরর থেকেই পুলিশ স্পর্শকাতর এই মামলার তদন্তের গড়িমসি করছে। মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টাও করা হয়েছে, এখনো করা হচ্ছে। অবিলম্বে মামলার বাকি আসামিদের (পিসলির পিতা, মাতা) গ্রেফতার করে এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। যাতে সিফাতের মতো কাউকে অকালে আর প্রাণ দিতে না হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পা-ে, সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, সহকারী অধ্যাপক দিল আফরোজা খাতুন, ড. মোজাম্মেল হোসেন বকুল, মাহাবুর রহমান, প্রভাষক মামুন আ. কাইয়ুম, বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাহাবুবুর রহমান, চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অধরা মাধুরী পরমা প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রমজানের বাড়িতে রহস্যজনক মৃত্যু হয় গৃহবধূ ওয়াহিদা সিফাতের। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় ৬ এপ্রিল সিফাতের স্বামী মোহাম্মদ আসিফ ওরফে পিসলিকে প্রধান আসামি করে সিফাতের চাচা বাদী হয়ে রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ০১-০৯-১৫