পত্নীতলায় রাতভর প্রবল বর্ষণে শহরজুড়ে জলাবদ্ধতা
নওগাঁয় পত্নীতলায় মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। প্রবল বর্ষণের কারণে শহরজুড়ে জলাবন্ধতার সৃষ্টি হওয়ায় জনজীবণে চরম দূর্দশা দেখা দিয়েছে। নজিপুর পৌর শহরের বিভিন্ন রাস্তায় পানি জমে গেলে মানুষ ও যান চলাচল ব্যহত হয়।
বুধবার সকাল ১০টায় নজিপুরের প্রাণকেন্দ্র বাসষ্ট্যান্ড চার মাথায় হিঁটু পানি জমে যায়। মানুষ ঘর থেকে বের হতে না পারায় রাস্তাঘাট ফাঁকা ছিল এবং অধিকাংশ দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে।
এদিকে গত কয়েক দিনের লাগাতার বর্ষণের কারণে সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হওয়ায় বাজারে সব ধরণের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। কাঁচা মরিচ ১শত ৮০ টাকা হতে ২শত টাকা কেজিতে বিক্রয় হচ্ছে। এয়াড়াও বাজারে পটল, করলা, পেঁপে, বেগুনসহ সব ধরণের সবজির দাম বেড়েছে। বাজারে সরবরাহ কম থাকায় দাম বেশি বলে বিক্রেতারা জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা, নওগাঁ/ ০২-০৯-১৫
বুধবার সকাল ১০টায় নজিপুরের প্রাণকেন্দ্র বাসষ্ট্যান্ড চার মাথায় হিঁটু পানি জমে যায়। মানুষ ঘর থেকে বের হতে না পারায় রাস্তাঘাট ফাঁকা ছিল এবং অধিকাংশ দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে।
এদিকে গত কয়েক দিনের লাগাতার বর্ষণের কারণে সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হওয়ায় বাজারে সব ধরণের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। কাঁচা মরিচ ১শত ৮০ টাকা হতে ২শত টাকা কেজিতে বিক্রয় হচ্ছে। এয়াড়াও বাজারে পটল, করলা, পেঁপে, বেগুনসহ সব ধরণের সবজির দাম বেড়েছে। বাজারে সরবরাহ কম থাকায় দাম বেশি বলে বিক্রেতারা জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা, নওগাঁ/ ০২-০৯-১৫