শিবগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর এলাকা থেকে ৫শ’ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- উপজেলার বিনোদপুরের ক্যাপড়াটোলা গ্রামের মুনসুরের ছেলে সোহবুল (৩৫) ও একই উপজেলার শ্যামপুরের নামো কয়লাদিয়াড় গ্রামের হারুন-অর রশিদের ছেলে অসীম (২৫)।
শিবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক শ্যামল কুমার জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোপপুকুর নামক স্থানে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে পাচারের সময় ভুটভুটিতে অভিনব কায়দায় রাখা ৫শ’ বোতল ফেনসিডিলসহ  সোহবুল ও অসীমকে হাতেনাতে আটক করা হয়। তিনি আরও জানান, উক্ত দুই ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০২-০৯-১৫

,