গোমস্তাপুরে ১৫ দরিদ্র নারীর মাঝে ছাগল বিতরণ

খড়া প্রবণ এলাকার দরিদ্রদের মাঝে টিইউপি ডিইসিসি প্রোগ্রামের আওয়াতাধীন উপজেলার গোমস্তাপুর ইউনিয়ন ও পার্বতীপুর ইউনিয়নের মহিলাদের মাঝে  বুধবার  ছাগল ও মুরগি বিতরণ করেছে  ব্রাক ।
রহনপুর হুজরাপুর ব্রাক কার্যালয়ে এই ছাগল ও মুরগি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন নেসা বাবলী, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, অত্র প্রকল্পের পিও জাহিদুল ইসলাম, বিএম(দাবি) ম্যানেজার মশিউর রহমান, ইউএএম তাজামুল ইসলাম, বর্গাচাষী আনোয়ার রহমান প্রমূখ। মোট ১৫ দরিদ্র নারীদের মাঝে এই ছাগল ও মুরগি বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবাদদাতা, গোমস্তাপুর/ ০২-০৯-১৫

,