জন দুর্ভোগে ব্যর্থ নাচোল পৌর মেয়র উল্টো ক্ষেপলেন সংবাদিকদের উপর

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভা। প্রতিষ্ঠার প্রায় দশবছর পেরিয়ে গেলেও দীর্ঘ এই সময়ের মধ্যে তেমন উল্লেখযোগ্য কোন পরিবর্তণ হয়নি পৌর এলাকাটির। প্রথম কয়েক বছর নির্বাচিত জনপ্রতিনিধি না থাকলেও ২০১১ সালে অনুষ্ঠিত নির্বাচনে আব্দুল মালেক চৌধুরী মেয়র নির্বাচিত হন। পৌরবাসীর অভিযোগ, প্রশাসক বদলে এসেছে নতুন মেয়র তবে নাচোল পৌরবাসীর ভাগ্যে আসেনি কোন পরিবর্তন।
পৌর এলাকার সাধারণ মানুষের অভিযোগ, নাচোল পৌর সভার রাস্তাগুলোর অধিকাংশ রাস্তাই দীর্ঘ দিন ধরে জরার্জিন অবস্থায় রয়েছে। খানা-খন্দে ভরা এই রাস্তাগুলো জনসাধারণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যত্রতত্র ময়লা-আবর্জনার স্তুপ আর দুর্গন্ধযুক্ত অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থা পৌরবাসীর নিয়তিতে পরিণত হয়েছে।
এলাকাবাসীর এমন দুর্ভোগের চিত্র তুলে ধরতে সোমবার চাঁপাইনবাবগঞ্জ থেকে নাচোল গিয়েছিলেন সময় টেলিভিশন ও এশিয়ান টিভির দুই সাংবাদিক। তাদের কাছে পৌরবাসী তাদের নিজেদের দুরাবস্থার কথা বলার পাশাপাশি মেয়রের বিরুদ্ধেও নানান অনিয়মের অভিযোগ করেন। তারা অভিযোগ করেন, মেয়রের দ্বারা দুর্ভোগ লাঘরতো দূরের কথা, মেয়র জনগনের সঙ্গে ঠিকমত কথাই বলেন না।
এসব বিষয়ে পৌর মেয়রের সাথে কথা বলতে নাচোল পৌরসভার মেয়রের কাছে গেলে ক্ষেপে উঠেন মেয়র আব্দুল মালেক চৌধুরী। টিভি ক্যামেরায় সাক্ষাতকার চাইতেই  চেয়ার থেকে উঠে এসে দুই জনের উপর ক্ষিপ্ত হয়ে পরেন এবং ওই সময় তার হাতে থাকা পেপার দিয়ে এশিয়ান টেলিভিশনের ক্যামেরা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং লাঞ্চিত করে ওই দুই সাংবাদিককে।
মেয়রের ঘর থেকে ওই দু’ সংবাদিককে বের করে দেয়ার সময় তিনি দাম্ভিক উচ্চারণ করেন, ‘টেলিভিশন ও পত্রিকায় আপনাদের যা ইচ্ছা তাই লেখেন গা যান’।
এদিকে, সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকরা। চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমও এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে।
এ ব্যাপারে কথা বলতে মেয়র আব্দুল মালেক চৌধুরীর সঙ্গে তার সেলফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৯-১৫

,