নিখোঁজের ২৪ দিন পর সন্ধান মিলেছে ছাত্রলীগ নেতা টুটুলের
পরিবারের কাছ থেকে নিখোঁজ থাকার ২৪ দিনের পর সন্ধান মিলেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম টুটুলের। সোমবার র্যাব তাকেসহ মোট চারজনকে মামলায় আসামী দেখিয়ে আদালতে সোপার্দ করেছে।
টুটুলের পারিবারিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে হদিস না থাকা টুটুলের পরিবারের কাছে সোমাবার বেলা ১১টার দিকে একটি সেলফোন থেকে খবর আসে যে, টুটুলকে আদালাতে নিয়ে আসা হয়েছে। এ খবর শুনে আদালতে ছুটে যায় টুটুলের স্ত্রী জেসমিনসহ পরিবারের সদস্যরা। জেসমিন জানান, দুপুরে আদালতে তারা গেলেও টুটুলের সঙ্গে দেখা করতে পারেনি। তবে উকিলের মাধ্যমে নিশ্চিত হন টুটুলকে হাজির করার বিষয়টি। তিনি বলেন, ‘ লোকমুখে তাকে হাজির করার কথা শুনলেও উৎকন্ঠা নিয়েই আদালতে দাঁড়িয়ে ছিলাম। বিকেলে যখন তাকে দেখতে পায় তখন স্বস্থি ফিরে আসে।
আদালত সূত্র জানিয়েছে, টুটুলসহ মোট চার জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকায় র্যাবের উপর হামলার ঘটনায় দায়ের মামলায় আসামী দেখিয়ে তাদের আদালতে সোপার্দ করা হয়। এর চারজনের মাধ্যে দু’জনের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। তবে, জবানবন্দি রেকর্ডের তালিকায় টুটুল নেই।
পরে তাদের জেল হাজতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ২১ আগস্ট তারিখ দুপুরের পর থেকে টুটুল নিখোঁজ ছিল। ওই দিন সে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁ’র মোড়স্থ ভাড়া বাসা থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়। পরে আর সে ফিরে আসেনি। টুটুলের নিখোঁজের ঘটনায় গত ২৩ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় তার স্ত্রী জেসমিন খাতুন একটি সাধারণ ডায়রি করে।
নুরুল ইসলাম টুটুল একটি মোবাইল কোম্পানীতে অস্থায়ীভিত্তিতে চাকুরী করার কারণে শহরের বাতেন খাঁর মোড়ে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৯-১৫
টুটুলের পারিবারিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে হদিস না থাকা টুটুলের পরিবারের কাছে সোমাবার বেলা ১১টার দিকে একটি সেলফোন থেকে খবর আসে যে, টুটুলকে আদালাতে নিয়ে আসা হয়েছে। এ খবর শুনে আদালতে ছুটে যায় টুটুলের স্ত্রী জেসমিনসহ পরিবারের সদস্যরা। জেসমিন জানান, দুপুরে আদালতে তারা গেলেও টুটুলের সঙ্গে দেখা করতে পারেনি। তবে উকিলের মাধ্যমে নিশ্চিত হন টুটুলকে হাজির করার বিষয়টি। তিনি বলেন, ‘ লোকমুখে তাকে হাজির করার কথা শুনলেও উৎকন্ঠা নিয়েই আদালতে দাঁড়িয়ে ছিলাম। বিকেলে যখন তাকে দেখতে পায় তখন স্বস্থি ফিরে আসে।
আদালত সূত্র জানিয়েছে, টুটুলসহ মোট চার জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকায় র্যাবের উপর হামলার ঘটনায় দায়ের মামলায় আসামী দেখিয়ে তাদের আদালতে সোপার্দ করা হয়। এর চারজনের মাধ্যে দু’জনের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। তবে, জবানবন্দি রেকর্ডের তালিকায় টুটুল নেই।
পরে তাদের জেল হাজতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ২১ আগস্ট তারিখ দুপুরের পর থেকে টুটুল নিখোঁজ ছিল। ওই দিন সে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁ’র মোড়স্থ ভাড়া বাসা থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়। পরে আর সে ফিরে আসেনি। টুটুলের নিখোঁজের ঘটনায় গত ২৩ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় তার স্ত্রী জেসমিন খাতুন একটি সাধারণ ডায়রি করে।
নুরুল ইসলাম টুটুল একটি মোবাইল কোম্পানীতে অস্থায়ীভিত্তিতে চাকুরী করার কারণে শহরের বাতেন খাঁর মোড়ে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৯-১৫