সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ
নবাবগঞ্জ সরকারি কলেজে সোমবার দুপুরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের নবীনবরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক হানিফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ইব্রাহিম হোসেন , কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক দাউদ হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ফাতেমা খাতুন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আনোয়ার হোসেন ও ইসলামি গান পরিবেশন করেন সালাউদ্দীন। নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আনোয়ারা খাতুন এবং বিদায়ীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাসরেকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন প্রভাষক সোনিয়া খাতুন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন কলেজে প্রথমবারের মত বিদায়ী মাস্টার্স ফাইনাল শিক্ষার্থী আলী উজ্জামান নূর কিরন, মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী মুসফিকুর রহমান, সম্মান শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জুবায়ের হোসেন, তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. শিবগাতুল্লাহ ও মো. শহিদুল্লাাহ, বিদায়ী চতুর্থ বর্ষ অনার্স শিক্ষার্থীদের মধ্যে সেলিম রেজা, আরব আলী, বেলাল উদ্দীন প্রমূখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল ওয়াহেদ নয়ন ও জেসমিন খাতুন মায়া।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৯-১৫
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক হানিফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ইব্রাহিম হোসেন , কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক দাউদ হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ফাতেমা খাতুন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আনোয়ার হোসেন ও ইসলামি গান পরিবেশন করেন সালাউদ্দীন। নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আনোয়ারা খাতুন এবং বিদায়ীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাসরেকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন প্রভাষক সোনিয়া খাতুন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন কলেজে প্রথমবারের মত বিদায়ী মাস্টার্স ফাইনাল শিক্ষার্থী আলী উজ্জামান নূর কিরন, মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী মুসফিকুর রহমান, সম্মান শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জুবায়ের হোসেন, তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. শিবগাতুল্লাহ ও মো. শহিদুল্লাাহ, বিদায়ী চতুর্থ বর্ষ অনার্স শিক্ষার্থীদের মধ্যে সেলিম রেজা, আরব আলী, বেলাল উদ্দীন প্রমূখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল ওয়াহেদ নয়ন ও জেসমিন খাতুন মায়া।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৯-১৫