শিবগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিবগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পল্লী সমাজ সংগঠনের উদ্যোগে উপজেলার সোভান উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দশম শ্রেণির মাহমুদা খাতুন ও দ্বিতীয় সানজিদা খাতুন ও তৃতীয় শ্রাবণী আক্তার। পরে সংগঠনের পক্ষ থেকে পুরস্কার সরূপ দু’জনকে ডিক্সনারি ও একজন জ্যামিতি বক্স দেয়া হয়। এ সময় বাল্য বিবাহ প্রতিরোধে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ব্র্যাকের শাহিনুর ইসলাম, পল্লী সমাজের সভা প্রধান সাহিদা বেগম প্রমূখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/-

,