নাচোলে লসিমন ও ব্যাটারিচালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে লসিমন ও ব্যাটারিচালিত ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলো নিয়ামত পুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চোরাপাড়া গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে শুকুরউদ্দীন (৫০), একই এলাকার পল্টুর ছেলে জাকিরুল (২৬) এবং মৃত সাইফুউদ্দীনের ছেলে আমিরুল( ২৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে লসিমন যোগে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের মাক্তাপুর গ্রামের দিকে যাচ্ছিল হঠাৎ মাক্তাপুর থেকে নাচোল আসার পথে একটি ব্যাটারি চালিত ভ্যান টি কন্যানগর পার্কের কাছে লসিমন গাড়ির সাথে সংঘর্ষ হয়। এসময় লসিমন থাকা ৩ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা ৩ জনকে আহত অবস্থায় নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে জাকিরুল , আমিরুল ও শুকুরউদ্দীন চিকিত্সা শেষে শুকুরউদ্দীন কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিত্সা জন্য পাঠানো হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৭-০৯-১৫

,