নাচোলে এক বেকারী কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল খাদ্যদ্রব্য রাখার দায়ে মীম বেকারীকে জরিমানা করেছে। অভিযানকালে বেকারী বিস্কুট, কেক ও টোস্ট বিস্কুট ধ্বংস করে আদালত। জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসিম কুমারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নাচোল বাসস্ট্যান্ড মোড়ে মীম বেকারীর কারখানায় অভিযান চালায়। এসময় আদালত কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী সামগ্রী তৈরি করতে দেখে দন্ডবিধির ১৮৬০(২৬৯) ধারায় মীম বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৯-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৯-১৫