শিবগঞ্জ থেকে ২৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বেলদার পাড়া এলাকা  থেকে ২৬৫ বোতল ফেন্সিডিল ও ১ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি। এঘটনায় কাউকে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মিন্নাত আলী জনিনি, গোপন সংবাদেও ভিত্তিতে  বৃহস্পতিবার  সন্ধ্যায়  মনাকষা বিওপির সুবেদার আবু তাহেরের নেতৃত্বে একটি টহল দল  শিবগঞ্জ উপজেলার বেলদার পাড়ায় অভিযান চালিয়ে  ২৬৫ বোতল ফেন্সিডিল ও ১ বোতল মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল ও মদ চাঁপাইনবাবগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে বলে জানানো হয়।
অন্যদিকে তলকুপি বিওপি’র একটি  টহল দল হাবিলদার তৈমুর আলীর নেতৃত্বে  বুধবার রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার জমিনপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২ লক্ষ ৫০ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি আটক করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২৫ হাজার টাকা। আটককৃত পাতার বিড়ি শিবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৯-১৫

,