শিবগঞ্জে শেষ হল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্টে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ স্টেডিয়ামে  বুধবারবঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিল্লাতুন নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার বালক বিভাগে মোবারকপুর প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে লাওঘাট্টা প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকা বিভাগে বাবুপুর প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পরাজিত করে সাবেক লাভাঙ্গা প্রাথমিক বিদ্যায়কে। এদিকে বালক বিভাগে মোবারকপুর ও লাওঘাট্টা প্রাথমিক বিদ্যালয়ের মধ্যেকার খেলায় ৩-১ গোলে মোবারকপুর প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী। এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফাজ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু ইউসুফ মোহাম্মদ ভূঁইয়া ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান প্রমূখ।   
 শিবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত টুর্নামেন্টে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের মোট ১৬ টি বিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৭-০৯-১৫