ঢাকায় অপহরণ হওয় স্কুল ছাত্রীকে ৯ দিন পর উদ্ধার করলো র‌্যাব

ঢাকায় আপহৃত এক স্কুল ছাত্রীকে, অপহরনের ৯ দিনের মাথায় নওগাঁ থেকে উদ্ধার করেছে র‌্যাব। সেই সাথে অপহরনকারী যুবক সুজন আলী (২৪) কে আটক করতে সক্ষম হয় তারা। আটক সুজন নওগাঁ জেলার নিয়ামতপুর থানার গয়েশপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে। সে পেশায় একজন টাইলস মিস্ত্রি। অপহরনের শিকার স্কুল ছাত্রী কিশোরগঞ্জ  জেলার হোসেনপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের মেয়ে। সে ঢাকায় বোনের বাসায় থাকত।
চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারি পরিচালক আসিকুর রহমান জানান, অপহৃত ওই স্কুল ছাত্রী তার বোন-দুলাভাইয়ের সাথে বাসা নং-১/৪, দিয়াবাড়ী, ব্যাংক কলোনী, থানা-দারুস সালাম, ঢাকার ভাড়া বাসায় থাকত। সে বাড্ডা চয়ন স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী। অপহরণকারী সুজন ওই বাসার পাশের একটি ঘরে দীর্ঘদিন যাবৎ ভাড়া থাকত।
প্রতিবেশীর সূত্রে কথাবার্তা বলতে বলতে সে একদিন ওই ছাত্রীকে কু-প্রস্তাব দেয়। কিস্তু কু-প্রস্তাবে রাজী না হলে সুজন তাকে তুলে নিয়ে জোরপূর্বক বিবাহ করার হুমকি দেয়। বিষয়টি ওই ছাত্রীকে তার বোন দুলাভাইকে খুলে বলে। পরবর্তীতে ৭ সেপ্টম্বর বিকাল সাড়ে ৫ টার দিকে দিয়াবাড়ি বালুর মাঠে তাকে একা পেয়ে সুজন তার সহযোগীরা অপহরণ করে এবং ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করে।
বিষয়টি  গত ১৫ সেপ্টম্বর রাজশাহীতে এসে র‌্যাব-৫ কে জানালে র‌্যাব ওই ছাত্রীকে উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিতকায় র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল বুধবার সকালে নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন চকসিতা গ্রামের “চকসিতা সরকারী প্রাথমিক বিদ্যালয়” এর সামনের একটি বাড়ি থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করে ও অপহরণকারী সুজনকে আটক করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৯-১৫