সোনামসজিদে বাড়ীতে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুটের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের পার্শ্বে গ্রামীন ফোন টাওয়ার এলাকার আতাউর রহমান নামের এক ব্যবসায়ীর বাড়ীর দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে সন্ত্রাসীরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনার সময় বাধা দিলে বাড়ীতে একা থাকা আতাউর রহমানকে মাথায় কুপিয়ে মারাত্মকভাবে জখম করে সন্ত্রাসীরা।
ঘটনার শিকার সোনামসজিদ এলাকার রড সিমেন্ট ব্যবসায়ী আতাউর রহমানের বড় ভাই সোনামসজিদ স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট নেতা শফিউর রহমান অভিযোগ করেন, রাত ১ টার দিকে ১০/১২ জনের একদল সন্ত্রাসী বাড়ীর পিছনের দরজা ভেঙে বাড়ীতে ঢুকে। এদের তিনজন মুখোসধারী ছিল। পরিকল্পিতভাবে তারা মোটা অংকের টাকা লুট করেছে। আহত আতাউর রহমানকে রাতেই চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক।
তবে, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এম.এম ময়নুল ইসলাম জানান, এমন ঘটনায় কেউ মৌখিক বা লিখিতভাবে কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১০-০৯-১৫
ঘটনার শিকার সোনামসজিদ এলাকার রড সিমেন্ট ব্যবসায়ী আতাউর রহমানের বড় ভাই সোনামসজিদ স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট নেতা শফিউর রহমান অভিযোগ করেন, রাত ১ টার দিকে ১০/১২ জনের একদল সন্ত্রাসী বাড়ীর পিছনের দরজা ভেঙে বাড়ীতে ঢুকে। এদের তিনজন মুখোসধারী ছিল। পরিকল্পিতভাবে তারা মোটা অংকের টাকা লুট করেছে। আহত আতাউর রহমানকে রাতেই চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক।
তবে, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এম.এম ময়নুল ইসলাম জানান, এমন ঘটনায় কেউ মৌখিক বা লিখিতভাবে কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১০-০৯-১৫