শিবগঞ্জের দূর্লভপুরে যুবক নিহতের ঘটনায় মামলা > গ্রেফতার-৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দোভাগী গ্রামে পূর্ব শত্রতার জের ধরে প্রতিপক্ষের হামলায় রোজবুল হত্যাকান্ডে নিহত রোজবুলের বড় ভাই আহত ইউসুফ আলী ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ১০ থেকে ১৫ জনকে আসামী করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। এঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের দোভাগি গ্রামের কফিল উদ্দিনের ছেলে তোরিকুল ইসলাম (৩০) তাঁর ভাই আবদুল (৩৫), একই এলাকার মৃত কাওসার আলীর ছেলে সোহবুল হক (৫৫), মানারুল ইসলামের ছেলে আরিফ (৩৫) ও শফিকুল ইসলামের ছেলে তৌহিদুর রহমান নয়ন (৩০)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম.এম ময়নুল ইসলাম জানান, দোভাগী এলাকার একটি গ্রামীন রাস্তার বিরোধকে কেন্দ্র করে রোজবুল হক গ্রুপের সাথে মানারুল গ্রুপের বিরোধ চলে আসছিল কয়েক বছর ধরে। এ রাস্তাকে কেন্দ্র করে গত ঈদুল ফিতরের ৪ দিন পর সংঘর্ষ হলে উভয় পক্ষের ৫-৭ জন আহত হয়। এরই জের ধরে মঙ্গলবার রাত ৮র্টা দিকে শিবগঞ্জ পৌর এলাকার তক্তীপুর গরুর হাট থেকে রজবুল ও ইউসুফ গরু বিক্রি করে বাড়ি ফেরার সময় দুর্লভপুর ইউনিয়নের বগলাউুিড় নামক স্থানে প্রতিপক্ষের লোকজন হামলা করলে গুরুতর আহত হয় রোজবুল ও ইউসুফ। রাজশাহী মেডিকেল হাসপাতাপালে রোজবুল মারা যায়। নিহত রোজবুলের বড় ভাই ইউসুফ আলী বুধবার রাতে ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১০ থেকে ১৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নম্বর-২৮, তারিখ-০৯/০৯/২০১৫ই।
উল্লেখ্য, শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের দোভাগী এলাকার একটি গ্রামীন রাস্তার বিরোধকে কেন্দ্র করে রোজবুল হক গ্রুপের সাথে মানারুল গ্রুপের বিরোধ চলে আসছিল কয়েক বছর ধরে। এ রাস্তাকে কেন্দ্র করে গত ঈদুল ফিতরের ৪ দিন পর সংঘর্ষ হলে উভয় পক্ষের ৫-৭ জন আহত হয়। এরই জের ধরে মঙ্গলবার রাত ৮র্টা দিকে শিবগঞ্জ পৌর এলাকার তক্তীপুর গরুর হাট থেকে রজবুল ও ইউসুফ গরু বিক্রি করে বাড়ি ফেরার  সময় দুর্লভপুর ইউনিয়নের বগলাউড়ি নামক স্থানে প্রতিপক্ষের লোকজন হামলা করলে গুরুতর আহত হয় রোজবুল ও ইউসুফ। পরে এলাকাবাসীর সহায়তায় তার পরিবার আহত দুই ভাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বুধবার ভোরে মারা যায় রোজবুল। নিহত রোজবুল শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের দোভাগী গ্রামের মোয়াজ্জল হোসেন দাসুর ছেলে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১০-০৯-১৫

,