শিবগঞ্জের মোবারকপুরে কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা
“পুলিশ জনতা, জনতাই পুলিশ” এ শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহষ্পতিবার বিকেলে ইউনিয়ন পরিসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল লতিফ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ থানা ওসি (তদন্ত) চৌধুরী জোবায়ের আহম্মেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এস.আই মাহফুজ আলম, কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক ওয়ার্ড সদস্য নুরহাজান বেগম প্রমূখ। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, সারাদেশে কমিউনিটি পুলিশিং কার্যক্রম অব্যহত রয়েছে। জনসাধারণ যেনো স্বাভাবিক ভাবে জীবনযাপন ও যানমালে নিরাপত্তা দিতে পারে সে লক্ষ্যে এই কমিউনিটি পুলিশিং সব মাঝে মিশে থেকে এক সাথে কাজ করছে ।