প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান শীর্ষক রিফ্রেশার্স প্রশিক্ষণ

নওগাঁর পত্নীতলায়  স্থানীয় সাংস্কৃতিক দলের কর্মীদের জন্য আয়োজিত ২দিন ব্যাপি রিফ্রেশার্স প্রশিক্ষণ মঙ্গলবার শেষ হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও হেল্পএইজ ইন্টারন্যাশনাল,বাংলাদেশ এর কারিগরী সহায়তায় স্থানীয় বেসরকারি সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) কর্ত্তৃক বাস্তবায়নাধীন চলমান ‘প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান’ প্রকল্পের অংশ হিসাবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সোমবার হতে শুরু হওয়া প্রশিক্ষণের ৩য় ব্যাচে এনায়েতপুর ইউনিয়নের ২১ জন সাংস্কৃতিক কর্মী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন বিএসডিও’র কর্মসূচী সমন্বয়কারী আতাউর রহমান, জেলা সমন্বয়কারী আবু হেনা মোহাম্মদ ফিরোজ, মিডিয়া এন্ড ক্যাম্পেইন অফিসার  শাহ্নাজ বেগম মুক্তি, সোস্যাল মবিলাইজেশন অফিসার আবু সালাম ও ফাইনান্স এন্ড এডমিন অফিসার  নূরুজ্জামান ।

প্রকল্প কর্মসূচীর অংশ হিসাবে নওগাঁ জেলার ৪ টি উপজেলার ১২ টি ইউনিয়নের ৪৮ টি সাংস্কৃতিক দলের ২৫২জন সাংস্কৃতিক দলের কর্মীকে পর্যায়ক্রমে রিফ্রেসার্স প্রশিক্ষণ প্রদান করা হবে বলে আয়োজক প্রতিষ্ঠান বিএসডিও সূত্রে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,  পত্নীততলা, নওগাঁ/ ০১-০৯-১৫