গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল দাবি চাঁপাইনবাবগঞ্জ লেখক শিবিরের

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল দাবি করেছে চাঁপাইনবাবগঞ্জ লেখক শিবির। মঙ্গলবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারের দোতলায় গ্যাস- বিদ্যুতের মূল্য বৃদ্ধি কি যোক্তিক ? এ বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভা থেকে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সংগঠনটির সভাপতি আলী আশরাফ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন, আব্দুর রব নাহিদ, সুমন সুফিয়ান, আব্দুল হামিদ, ইব্রাহিম খলিল, মোঃ আসাদুল্লাহ, মোঃ আমানুল্লাহ, আল ইমরান, সুলতান আহমেদ, আব্দুর রহমান, রামিম ইসলাম, মোবাশ্বের উজ্জ্বল, আল নাহিদ।
সভাপতির বক্তবে আলী আশরাফ বাবু বলেন, দেশের সাধারণ মানুষের জীবন যাত্রার ব্যায় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, আর এই মূল্য বৃদ্ধি আমাদের সকলের উপর মরার উপর থাড়ার ঘা। আলোচনা সভা থেকে গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৯-১৫