শহরের মিস্ত্রিপাড়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষকের বাসায় চুরি

চাঁপাইনবাবগঞ্জ শহরের মিস্ত্রিপাড়ায় এলাকায় বেসরকারী এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের এক প্রভাষকের ভাড়া বাসায় সোমবার দিনে দুপুরে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ওই বাড়ি থেকে প্রায় ৭ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা। জানা গেছে, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নুরুন নাহার শহরের মিস্ত্রিপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। প্রতিদিনের মত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি দরজায় তালা দিয়ে বিশ্ববিদ্যালয়ে যান। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বাসায় ফিরে গেটের তালা ভাঙ্গা দেখতে পান। সকাল সাড়ে ৮ টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে কে বা কারা ওই বাড়ির তালা ভেঙ্গে ঘরে ঢুকে প্রায় ৭ভরি ওজনের স্বর্ণালোংকার নিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার গোলাম মোত্তর্জা জানান, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৯-১৫