চকঝগড়তে এস.ইউ.এফ’ লীগ ক্রিকেটে নসিপুর চ্যাম্পিয়ন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়– স্কুল এন্ড কলেজ মাঠে জামবাড়িয়া ক্রিকেট কন্ট্রোল বোর্ড আয়োজিত এস.ইউ.এফ চ্যাম্পিয়নস লীগ ক্রিকেট টুর্নামেন্টে নসিপুর ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গতকাল রোববার অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ৬৩ রানে চকঝগড়ু ক্রিকেট দল কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে নসিপুর ক্রিকেট দল ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিমেল ৩২, কেশব ২৫  রান করে। চকঝগড়– ক্রিকেট দলের বোলার সাহাদাত ৩ ওভার ১৭ রান ৩টি, নয়ন ৩ ওভার ২৫ রানে ২টি উইকেট লাভ করে। ১২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চকঝগড়– ক্রিকেট দল ১০.১ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নয়ন ২৫, বেনাউল ১৭ রান করে। নসিপুর ক্রিকেট দলের বোলার কেশব ৩ ওভার ১৮ রানে ৩টি, রায়হান ৩ ওভার ২৩ রানে ৩টি উইকেট লাভ করে। এখেলার ম্যান অব দ্যা ম্যাচ কেশব ও ম্যান অব দ্যা সিরিজ পুরষ্কার লাভ করে নয়ন। ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম। এসময় সাবেক প্রধান শিক্ষক তারেক উদ্দীন, আব্দুর রশিদ, আনিসুর রহমান, মাহবুব আলি ইমন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ৫টি দল অংশগ্রহণ করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৭-০৯-১৫