রাজারামপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে মাস্টারপাড়ার জয়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজারামপুর, নামোশংকরবাটী ও আজাইপুর এলাকাবাসী আয়োজিত রাজারামপুর ফুটবল মাঠে  বঙ্গবন্ধু  ফুটবল টুর্নামেন্ট ২০১৫ এর সোমবারের  খেলায় জয় পেয়েছে মাস্টারপাড়া ফুটবল দল । তারা ২-০ গোলে নাইম বয়েজ ফুটবল দল কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে শ্যামল ও নাহিদ গোল ২টি  করে ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৭-০৯-১৫