গ্রন্থাগারে প্রবেশের দাবিতে রাবি প্রশাসনকে স্বারকলিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে বই-পুস্তক, মুদ্রণলিপিসহ শিক্ষার্থীদের প্রবেশের অনুমতিসহ ৪ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্বারকলিপি প্রদান করছে এবং এর পূর্বে কেন্দ্রীয় গ্রন্থাগরের সামনে মানবনন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে সাধারণ শিক্ষার্থীরা চারটি দাবি সংবলিত স্বারকলিপি নিয়ে গেলে রাবি উপচার্য প্রফেসর মিজানউদ্দিন, উপ-উপচার্য প্রফেসর চৌধরী সারওয়ার জাহান ও ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন অনুপস্থিত থাকায় তাদের সচিব আব্দুস সাত্তার, আলহাজ্ব মোজাফফর হোসেন, ও আবু মো. জহিরুল আলমের কাছে প্রদান করেছে। তাদের দাবিগুলো হল,গ্রন্থাগারে সকল প্রকার বই-পুস্তক মুদ্রণলিপিসহ শিক্ষার্থীদের প্রবেশর অনুমতি, তদারিক ব্যাবস্থা আরো শক্তিশালীকরণ, আধুনিক প্রযুক্তির সহায়তা, গ্রন্থাগারে পাঠকের ভূমিকা শীর্ষক কর্মশালা।
এদিকে স্বারকলিপি প্রদানের পূর্বে কেন্দ্রীয় গ্রন্থাগরের সামনে মানবনন্ধন করে শিক্ষার্থীরা। মেনেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আক্তারুজ্জামান রনির পরিচালনায় এতে বক্তব্য রাখেন একই বিভাগরে চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল আমিন , পরিসংখ্যান বিভাগের এমএসসির শিক্ষার্থী খলিলুর রহমান।
এ সময় বক্তারা বলেন, এটা আমাদের কোন রাজনৈতিক কর্মসূচী বা আন্দোলন নয় নিজেদের মানবিক ও যোক্তিক দাবি । বিশ্বের সব গ্রন্থাগারে বই –খাতা সহ প্রবেশের অনুমতি থাকলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে নেই। প্রশাসনের অযথাচিত নিয়মের কারণে আজ লাইব্রেরী শিক্ষার্থীশূন্য হয়ে গেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ১০-০৯-১৫
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে সাধারণ শিক্ষার্থীরা চারটি দাবি সংবলিত স্বারকলিপি নিয়ে গেলে রাবি উপচার্য প্রফেসর মিজানউদ্দিন, উপ-উপচার্য প্রফেসর চৌধরী সারওয়ার জাহান ও ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন অনুপস্থিত থাকায় তাদের সচিব আব্দুস সাত্তার, আলহাজ্ব মোজাফফর হোসেন, ও আবু মো. জহিরুল আলমের কাছে প্রদান করেছে। তাদের দাবিগুলো হল,গ্রন্থাগারে সকল প্রকার বই-পুস্তক মুদ্রণলিপিসহ শিক্ষার্থীদের প্রবেশর অনুমতি, তদারিক ব্যাবস্থা আরো শক্তিশালীকরণ, আধুনিক প্রযুক্তির সহায়তা, গ্রন্থাগারে পাঠকের ভূমিকা শীর্ষক কর্মশালা।
এদিকে স্বারকলিপি প্রদানের পূর্বে কেন্দ্রীয় গ্রন্থাগরের সামনে মানবনন্ধন করে শিক্ষার্থীরা। মেনেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আক্তারুজ্জামান রনির পরিচালনায় এতে বক্তব্য রাখেন একই বিভাগরে চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল আমিন , পরিসংখ্যান বিভাগের এমএসসির শিক্ষার্থী খলিলুর রহমান।
এ সময় বক্তারা বলেন, এটা আমাদের কোন রাজনৈতিক কর্মসূচী বা আন্দোলন নয় নিজেদের মানবিক ও যোক্তিক দাবি । বিশ্বের সব গ্রন্থাগারে বই –খাতা সহ প্রবেশের অনুমতি থাকলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে নেই। প্রশাসনের অযথাচিত নিয়মের কারণে আজ লাইব্রেরী শিক্ষার্থীশূন্য হয়ে গেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ১০-০৯-১৫