ভোলাহাটে ৭৫ নারীর মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে উপজেলার অসহায় ৭৫ জন দুঃস্থ নারীদের মাঝে বিনামূল্যে ব্র্যাক ডিইসিসি প্রকল্পের আওতায় সেলাই মেশিন, ছাগল ও মুরগীসহ নগদ অর্থ বিতরণ করেছে ব্র্যাক।
বৃহস্পতিবার সকাল ১১টায় ভোলাহাট ব্র্যাককের নিজস্ব কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্র্যাক প্রতিনিধি শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলী, ব্র্যাক ম্যানেজার ভোলাহাট রফিকুল ইসলাম, দূর্যোগ ও জলবায়ু পরিবর্তন কর্মসহায়ক শাহিনুর রহমান, শিক্ষা কর্মসূচী ম্যানেজার রুহুল আমিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, আইন সহায়তা কর্মসূচী ম্যানেজার আব্দুল্লাহ আল-মামুন, আড়ং ইনচার্জ শামসুল আলম প্রমূখ। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি উপজেলার ১ ও ২নং ইউনিয়নের দূর্যোগ সহিষ্ণু দরিদ্র অসহায় নারীদের ৩০ জনের মাঝে ১টি সেলাই মেশিনসহ সাথে কিছু কাপড় তুলে দেন, যেনো তারা আত্মকর্মসংস্থানের পাশাপাশি স্বাবলম্বী হয়ে উঠতে সক্ষম হয়। বাকী ৩০জন নারীদের ছাগল ও ১০জনকে ধান ও চাল দেয়া হয় ব্যবসা করার জন্য এবং মুদিখানা দোকান করার জন্য ৫ জনের মধ্যে একেক জনকে সাড়ে ৮ হাজার করে মোট ৭ লাখ ৩৫ হাজার নগদ অর্থ প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০৯-১৫

,