রাবির প্রকৌশল অনুষদে সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদে বাণিজ্যিক সান্ধ্যকোর্স চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট। বৃহস্পতিবার জোটের নেতাকর্মীরা এ স্মারকলিপি প্রদান করে।
স্মারক লিপিতে বলা হয়, সান্ধ্যকোর্স চালুর মাধ্যমে বিশ্বদ্যিালয়কে প্রাইভেটাইজেশন ও শিক্ষার্থীদের মাঝে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। সাংবিধানিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে শিক্ষার দায়িত্ব একান্ত রাষ্ট্রেরই কিন্তু এই ব্যয় ছাত্রদের উপর চাপিয়ে দেয়া হচ্ছে। তাই প্রথম থেকেই শিক্ষার্থীরা এর প্রতিবাদ করে আসছে। কিন্তু প্রশাসন তা উপেক্ষা করে উল্টো করে শিক্ষার্থীদের এ আন্দোলনকে বাধাগ্রস্ত করছে। যার উদাহরণ স্বরূপ ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপর হামলা ও মিথ্যা মামলা দায়ের। যা এখনও প্রত্যাহার করা হয়নি।
স্মারক লিপিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের সান্ধ্যকোর্স চালুর সিদ্ধান্তকে শিক্ষার্থীরা সমর্থন করছে না। তাই আমরা আমাদের শিক্ষা বাণিজ্য বিরোধী আন্দোলনকে সামনে রেখে প্রকৌশল অনুষদের এ সিদ্ধান্ত বাতিলের জোর দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট ২০১৫ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ২৩৮ নং বৈঠকে প্রকৌশল অনুষদের ৫ টি বিভাগে সান্ধ্যকোর্স চালুর সিদ্ধান্ত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ১০-০৯-১৫