রামকৃষ্টপুর এলাকা থেকে হেরোইন ও ইয়াবাসহ আটক এক

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ শহরের রামকৃষ্টপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে ২’শ ৫০ পুরিয়া হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ এক মহিলাকে আটক করেছে। আটককৃত হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ শহরের রামকৃষ্টপুর এলাকার তরিকুল ইসলাম অরফে বুড়া’র স্ত্রী গেলবানু অরফে গেলে (৪৫)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার গোলাম মর্ত্তুজা জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার এস.আই খাইরুল ইসলামের নেতৃত্বে শহরের রামকৃষ্টপুর এলাকায় অভিযান চালিয়ে মহিলা মাদক ব্যবসায়ী গেলবানুকে ২৫০ পুরিয়া হোরোইন ও ১’শ পিস ইয়াবাসহ আটক করে। এব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে। আটককৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৮-১৫