ভোলাহাটে নৌকাডুবিতে এক জনের মৃত্যু < নিখোঁজ এক

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট উপজেলায় মহানন্দা নদীতে নৌকা ডুবে বিল্টু শেখ (৫০) নামের এক কৃষক মারা গেছে । বিল্টু শেখ উপজেলার বজরাটেক গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অপর এক কৃষক এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ কৃষক একই এলাকার সোনার ছেলে মজিবুর (৫৫) । এ সময় ৪ জন সাঁতদিয়ে নদীতীরে উঠতে সক্ষম হয়।
প্রতক্ষদর্শী ও প্রাণে বেঁচে যাওয়া সাবেক ইউপি মেম্বর বাশির জানান,শনিবার দুপুর ১২টার দিকে মহানন্দা নদীর আলীসাহাসপুর ফেরীঘাট দিয়ে ছাই বোঝাই একটি নৌকা মজির কলার বাগানে যাওয়ার সময় নদীর মধ্যখানে নৌকার তলা ফেঁশে পানি ভর্তি হলে নৌকাটি ডুবে যেতে শুরু করে। এক পযায়ে ঘটনাস্থলে  বিল্টু ( ৫০), একই গ্রামের  মজি (৫০) পানিতে ডুবে যায় এবং  খোসুর ছেলে আব্দুর রাজ্জাক (৩০), সোনা শেখের ছেলে কুড়ান শেখ (৪০) ও শহীদুলের ছেলে আনারুল (১৮) সাতার দিয়ে  উপরে উঠে। পরে বিল্টুর লাশ ঘটনাস্থল হতে উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায় । নিখোঁজ মজিকে খোঁজার জন্য ফায়ার সার্ভিসের ডুবুরীরা ঘটনাস্থলে আসেন বিকেল ৪টার দিকে। এই রিপোর্ট লিখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ মজিবুরকে উদ্ধারের কোন নিখোঁজ পাওয়া যায়নি। এদিকে সাবেক ইউপি মেম্বার বাশির অসুস্থ্য হয়ে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীন আলী ঘটনাটি নিশ্চিত করেছেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৯-০৮-১৫

,