মহানন্দা নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

মহানন্দা নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু হচ্ছে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতণ্যপুর গ্রামের শামীম আলীর ছেলে সাজিদ হাসান লিয়ন (১১)।
চাঁপাইনবাবগঞ্জ দমকল বাহিনীর সহকারী উপপরিচালক ওহিদুল ইসলাম ও স্থানীয়রা  জানান, শনিবার সকাল ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহায়চর এলাকায় মহানন্দা নদীতে ফুফুসহ অন্যদের সাথে শিশু লিয়ন গোসল করতে নামে। এক পর্যায়ে সে ডুবে যায়। স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজির পর না পাওয়া গেলে দমকল বাহিনীকে খবর দেয়া হয়। খবর পেয়ে রাজশাহী থেকে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে এসে দুপুর পৌণে এটার সময় শিশু লিয়নকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ উপজেলার রাণীহাটি কলেজের প্রদর্শক লিয়নের পিতা শামীম আলী শহরের লাখেরাজপাড়ায় ভাড়া বাড়িতে থাকেন। গত শুক্রবার রেহায়চরে ফুফুর বাড়িতে লিয়ন বেড়াতে গিয়েছিল। লিয়ন জেলা শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিল।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদব/ ২৯-০৮-১৫