খেলাধুলা মানুষের শারীরিক সুস্থ্য ও মনষ্যত্বকে উদ্বৃত্ত্ব করে < এমপি রাব্বানী

চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য গোলাম রাব্বানী বলেছেন, যে কোন ধরণের খেলাধুলা খেলোয়ারদের শারীরিকভাবে সুস্থ ও দর্শনার্থীদের মনষ্যত্বকে উদ্বৃত্ত্ব করে চিন্তা চেতনা কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও নিজেকে প্রকাশ করে। তাই খেলাধুলার প্রতি সরকার একধাপ এগিয়ে দেশের খেলোয়ারদের অগ্রাধীকার দিয়েছে।
বৃহষ্পতিবার রাত সাড়ে ১০ টার সময় কানসাট পুখুরিয়া শেখ রাসেল মিলনায়তনে শিবগঞ্জের তিনটি ফুটবল দলের খেলোয়ারদের মাঝে জার্সি ও ফুটবল বিতরণকালে তিনি এসব কথা বলে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলার শাখা প্রস্তাবিত কমিটির সিনিয়র সহ-সভাপতি বেনাউল ইসলাম, আওয়ামীলীগ নেতা মেসবাউল হক বাবু, শিবগঞ্জ পৌর শাখা আওয়ামীলীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন, আহমেদ ইমতিয়াজ শিশির প্রমূখ।
আলোচনা শেষে শিবগঞ্জ পৌর এলাকার জগনাথপুর আদর্শ ক্লাব, কানসাট বহলাবাড়ি যুব ক্লাব ও কানসাট শিবনগর-ক্যাঠাপাড়া ক্লাবের মোট ৩৯ জন খেলোয়ারকে একটি করে জার্সি-প্যান্ট ও দুইটি ক্লাবকে একটি করে ফুটবল তুলে দেন গোলাম রাব্বানী এমপি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৮-০৮-১৫
                                     

,