নাচোলে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশই জনতা, জনতাই পুলিশ এ স্লোগান কে সামনে রেখে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় নাচোল থানা পুলিশের উদ্যোগে নাচোল ডিগ্রী কলেজের সামনে থেকে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের  নেতৃবৃন্দ ও স্কুলের ছাত্র -ছাত্রী দের অংশ গ্রহনে মাদক কে না বলি শিরোনামে  একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয় ।
নাচোল ডিগ্রী কলেজের হলরুমে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোরিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম, সহকারী পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শরীফ-উজ-জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদ ওয়াশিফ, ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান, পৌর মেয়র আব্দুল মালেক চৌধুরী, উপজেলার ১নং কসবা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, ৪নং নেজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আওয়াল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান সহ প্রমুখ । এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ৩নং ইউনিয়নের চেয়ারম্যান ইনায়েতুল্লাহ, নাচোল ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জোহরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি পুলিশের গুরুত্ব, ইভটিজিং, মাদকদ্রব্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৭-০৮-১৫

,