ভোলাহাটে ইয়াবাসহ এক জন আটক

চাঁপাইনবাবঞ্জের ভোলাহাট উপজেলার হলিদাগাছী মোড়ে ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। সে শিবগঞ্জ উপজেলার আলাপুর গামের আশরাফের ছেলে হোসেন (১৮) ।
ভোলাহাট থানা পরিদশক(তদন্ত) মোজাহারুল ইসলাম জানান, রোববার সন্ধা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হলিদাগাছী মোড়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ হোসেনকে হাতেনাতে আটক করে। তিনি জানান, এসময় তার সহযোগী একই গ্রামের মোস্তাফিজ এর ছেলে মাহাবুর ভূটু(৩০) পালিয়ে যায়। এ বাপারে ভোলাহাট থানায় মামলা হয়েছে ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট / ১৭-০৮-১৫

,