নাচোলে আ’লীগের উদ্যোগে জাতীয় শোকদিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা ও পৌর আ’লীগের উদ্যোগে শোক র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম জাতীয় শোকদিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকাল ৪টায় সংসদ সদস্য মু. গোলাম মোস্তফার নেতৃত্বে একটি শোক র্যালি নাচোল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাচোল ডাক বাংলো চত্বরে উপজেলা আ’লীগের সহসভাপতি আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মু. গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, পৌর আ’লীগের সভাপতি আব্দুর রশিদ খান ও সেক্রেটারি আনারুল ইসলাম, ফতেপুর ইউপি আ’লীগের সেক্রেটারি খাইরুল ইসলাম ও আ’লীগ নেতা আবুরেজা মোস্তফা কামাল, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি সাইদুর রহমান বাদল, পারগানা-দিঘরী-বাইসী ও একাডেমী সমন্বয় পরিষদের সভাপতি হিংগু মর্মূ। এছাড়াও উপস্থিত ছিলেন, নেজামপুর আ’লীগর সভাপতি আহম্মেদ আনোয়ার আল সহিদ জুয়েল ও সেক্রেটারি আমিনুল ইসলাম, নাচোল ইউপি আ’লীগের সভাপতি গোলাম মোস্তফা ও সেক্রেটারি আব্দুস সালাম।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৭-০৮-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৭-০৮-১৫