ভোলাহাটে ভারতীয় মদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত ভোলাহাট উপজেলায় চামুশার মাগুরার মাঠ কবরস্থানের কাছে থেকে ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি জানায়, ৪৩ বিজিবি ব্যাটালিয়নের চামুশা সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েব সুবেদার শ্রী স্বপন কুমার  দাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্ত্বিতে শনিবার রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে চামুশার মাগুরার মাঠ কবরস্থানের কাছে পরিত্যক্ত অবস্থায় ২০ বোতল ‘হিমালয়ান গোল্ড’ নামের দামী ভারতীয় মদ উদ্ধার করে। এ ব্যাপারে রবিবার ভোলাহাট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ৩০-০৮-১৫

,