শিবগঞ্জে তাঁতী সমিতির মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা প্রাথমিক তাঁতী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে পৌর এলাকার চতুরপুর কার্যালয়ে সমিতির সাধারণ সম্পাদক মুনসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌরসভার ভাপ্রাপ্ত মেয়র ইমানী আলী। সভায় বক্তারা বলেন, বস্ত্র মন্ত্রণালয়ের অনুমোদিত বাংলাদেশ ব্যাংক প্রতি তাঁত সমিতিকে পঞ্চাশ হাজার টাকা ঋণ অনুমোদন করে। এই ঋণ নিয়ে প্রতি তাঁত সমিতির ব্যবসায়ীদের উন্নয়ন বৃদ্ধি পাবে। পরে সভায় ইমানী আলী সমিতির উন্নয়নের লক্ষ্যে পাঁচ হাজার টাকা আর্থিক অনুদান ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর বাবলু হোসেনসহ সমিতির সদস্যবৃন্দরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ৩০-০৮-১৫

,