সুন্দরপুর ইউনিয়নে আব্দুস সামাদ কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত কমপ্লেক্স উদ্বোধন, আলহাজ আব্দুস সামাদ ডিগ্রী কলেজের ৫ তলা ফাউন্ডেশনের দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তর ও ৮শ মিটার রাস্তা পাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার এই সব কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি।
আলহাজ্ব আব্দুস সামাদ ডিগ্রী কলেজের দ্বিতল একাডেমিক ভবনে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৪ লাখ টাকা এবং মরাপাগলা মোড় থেকে সুন্দরপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স পর্যন্ত ৮’শ মিটার দীর্ঘ সংযোগ সড়কের ব্যয় হবে ৫০ লাখ ২৭ হাজার টাকা। এ ছাড়া সুন্দরপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণে ব্যয় হয়েছে ৮৪ লাখ ১৪ হাজার টাকা।
এ উপলক্ষে আলহাজ্ব আব্দুস সামাদ ডিগ্রী কলেজ প্রাঙ্গনে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল ওদুদ এমপির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, কলেজের অধ্যক্ষ রোকনুজ্জামান, সুন্দরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান, ঠিকাদার জিয়াউল হক টুকু, সুন্দরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সদর উপজেলা যুবলীগের আমানুল্লাহ বাবু প্রমুখ। এসময় নারায়নপুর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির, মহারাজপুর ইউপি চেয়ারম্যান মুখলেসুর রহমান সাতেমান, চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান ওমর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৮-১৫