একটি বাড়ি একটি খামার প্রকল্পের শ্রেষ্ঠ ৮ জনকে পুরস্কার প্রদান

একটি বাড়ি একটি খামার প্রকল্পে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ ৮ জনকে পুরুস্কার প্রদান করা হয়েছে।
রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সামসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন ও বিআরডিপির উপ-পরিচালক বদরুল আলম খান।
পরে শ্রেষ্ঠ উপকার ভোগী নারী মহরাজপুর ইউনিয়নের ভগবানপুর গ্রাম উন্নয়ন সমিতির ফুলেরা বেগম ও পুরুষ সুন্দরপুর ইউনিয়নের কালিনগর দেওয়ানটোলা  গ্রাম উন্নয়ন সমিতির শরিফুল ইসলাম, শ্রেষ্ঠ ম্যানেজার নারী চরঅনুপনগর ইউনিয়নের চরঅনুপনগর উত্তর-দক্ষিণ গ্রাম উন্নয়ন সমিতির কুলসুম বেগম ও পুরুষ রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম উন্নয়ন সমিতির আব্দুস সালাম, শ্রেষ্ঠ সভাপতি নারী চরঅনুপনগর ইউনিয়নের অনুপনগর গ্রাম উন্নয়ন সমিতির টকিয়ারা ও পুরুষ রানীহাটি ইউনিয়নের চকবহরম গ্রাম উন্নয়ন সমিতির আনোয়ার হোসেন, শ্রেষ্ঠ মাঠ সহকারী চরঅনুপনগর ইউনিয়নের ইসমাইল হোসেন ও শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান চরঅনুপনগর ইউনিয়নের বাদশাকে পুরস্কার প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৮-১৫

,