রাবিতে বহিরাগত আ’লীগ নেতার বিলবোর্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের স্থানীয় এক নেতার ছবি সংবলিত বিলবোর্ড ও ব্যানার টাঙানো হয়েছে। ওই নেতা হলেন নগরীর ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ। শনিবার ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় টাঙানো ওইসব বিলবোর্ড ও ব্যানারের নিচে ‘প্রচারে : রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ’ লেখা দেখা গেছে।
তবে এ ব্যাপারে কিছু জানেন না এবং মন্তব্যও করবেন বলে জানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা। আর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর তারিকুল হাসান বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। এ ধরনের ব্যানার যদি লাগানো থাকে তবে দ্রুত অভিযান চালিয়ে তা জব্দ করা হবে।’
২০০৯ সাল থেকে ক্যাম্পাসে সকল প্রকার রাজনৈতক সভা-সমাবেশ, মিছিল ও প্রচার-প্রচারণার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবুও ক্যাম্পাসে ছাত্রলীগ ও বাম ছাত্র সংগঠনগুলো নিয়মিত কর্মসূচি পালন করে আসছে। তবে বহিরাগত আওয়ামী লীগ নেতার বড় ছবি সংবলিত বিলবোর্ড ও ব্যানার টাঙানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ক্যাম্পাস সংশ্লিষ্টরা।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক হলের ফটকে ও বিনোদপুর গেটের পাশে প্রায় বিশ ফুট দৈর্ঘ্যরে বিলবোর্ড ও ব্যানার লাগানো হয়েছে। এছাড়া বেশকিছু ছোট ব্যানারও লাগানো হয়েছে ক্যাম্পাসের অন্যান্য জায়গার। ওই সব ব্যানার গুলোতে ‘প্রচারে : অনিক মাহমুদ বনি, ছাত্র নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ’ ও কৃষি বিষয়ক সম্পাদক মো. রাসেল এর নাম ব্যবহার করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জানান, ‘ক্যাম্পাসে স্থানীয় বহিরাগতদের প্রভাবে টিকে থাকা দায়। তারা অযাচিতভাবে ক্যাম্পাস ছাত্রলীগের রাজনীতির উপর প্রভাব বিস্তার করেন। এতে করে ছাত্র রাজনীতির উপর বিরুপ প্রভাব পড়ছে। সবাই স্থানীয় নেতাদের চামচামি করতে ব্যস্ত হয়ে পড়ছে।’
জানতে চাইলে ছাত্রলীগ কর্মী অনিক মাহমুদ বনি বলেন, ‘আসলে শহীদুল ইসলাম আমার চাচা। তাই ব্যক্তিগত উদ্যোগে এই বিলবোর্ডটি আমি লাগিয়েছি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ২৩-০৮-১৫