শিবগঞ্জে ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুটি পৃথক অভিযানে ফেনসিডিল ও ইনজেকশনসহ দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার শ্যামপুর এলাকার উজ্জলের ছেলে ইউসুফ আলী (২৫) ও বিনোদপুর ইউনিয়নের বড় টাপ্পু এলাকার মৃত কয়েস মন্ডলের ছেলে জিয়ারুল (৪৫)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে সহকারী উপ পরিদর্শক শাহ্ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল শিবগঞ্জ বাজার এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ জিয়ারুলকে আটক করে। এর আগে শনিবার রাতে আরেকটি অভিযানে শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা এলাকা থেকে ৪ হাজার আ্যাম্পুল নিষিদ্ধ ভারতীয় ইনজেকশনসহ ইউসুফকে আটক করে। এব্যাপারে শিবগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৮-১৫
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে সহকারী উপ পরিদর্শক শাহ্ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল শিবগঞ্জ বাজার এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ জিয়ারুলকে আটক করে। এর আগে শনিবার রাতে আরেকটি অভিযানে শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা এলাকা থেকে ৪ হাজার আ্যাম্পুল নিষিদ্ধ ভারতীয় ইনজেকশনসহ ইউসুফকে আটক করে। এব্যাপারে শিবগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৮-১৫