সরকারি কলেজে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্র হোস্টেলের চতুর্থ বর্ষ ছাত্রদের  বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে কলেজের শহীদ মুনিমুল হক ভবনে ছাত্র হোস্টেলের তত্বাবধায়ক ইতিহাস বিভাগের প্রভাষক জিয়াউল হকের সভাপতিত্বে বিদায় ও পুরস্কার বিতরনে প্রধান নঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দাউদ হোসেন,বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.মাযহারুল ইসলাম তরু। এছাড়া অন্যানের মাঝে বক্তব্য রাখেন,ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান  ওবাইদুল হক,গনিত বিভাগের সহকারি অধ্যাপক আশরাফুল ইসলাম,ইসলামের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক ইকবাল আনোয়ারুজ্জামান,ইংরেজি বিভাগের প্রভাষক ও ছাত্র হোস্টেলের সহকারি তত্বাবধায়ক  জামাল উদ্দিন,অর্থনীতি বিভাগের প্রভাষক ও ছাত্রী হোস্টেলের সহকারি তত্বাবধায়ক কোহিনুর সুলতানা প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৮-১৫