সোনামসজিদ বালিয়াদিঘী থেকে অস্ত্রসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় রবিবার বিকেলে বিদেশী পিস্তল ও গুলিসহ ১ জনকে  আটক করেছে র‌্যাব। আটককৃত শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের  পানিরুল ইসলাম কালু (২৬)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা টহল দেয়ার সময় সোনামসজিদ এলাকার বালিয়াদীঘি গ্রামে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ আঞ্চলিক সড়কের পাশে পানিরুল কে চ্যালেঞ্জ করলে সে পালানোর চেষ্টা করে। এসময় তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার শফিকুল ইসলাম জানান, আটক পানিরুলকে জিঞাজাসাবাদ শেষে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তর করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৯-০৮-১৫

,